আজ আকাশে উড়তে মানা

আজ আকাশে উড়তে মানা..

-সৈকত শাহরিয়া


টমেটো গাছে জোয়ার এসেছে, 
সকাল বেলা ঘুঘুর ডাক।

এর মাঝেই কা কা করছে কাক!
মরিচ গাছে দুই পাতা, 

পাশেই ব্যাং মেলেছে ছাতা!

ভাবছি উড়বো আকাশে, 
চিল বলেছে ধার দেবে ডানা,
মেঘেরা বেঁধেছে জোট, 
আজ আকাশে উড়তে মানা..

ভাবছি হাইল বিল সাঁতরে হবো পাড়!
বাধ সাধিলো আনার ভাই, তার মন ভীষন ভার!

সাগর পড়েছে প্রেমে, মেয়ে জৈনার!
আনার ভাইয়ের পছন্দ করেছে অমান্য, 
যদিও মেয়েটির ছিলো চোখ বাঁকা সামান্য!

শারফুল নেতাও ব্যস্ত মানুষ ডিশের ব্যবসা তার! 
পাশে আছে ইউনূস মেম্বার!

রবিন মিয়া টেনশনে, 
তার প্রানের বন্ধু শিশু মুক্তিযোদ্ধা চলে যাচ্ছে বিদেশে!

নন্দু এখন বিশাল ব্যবসায়ী, 
তার যাতায়াত বেশি গোলাবাড়ি!

শফিক-সুমন আছে সমালোচনার চাপে, 
যদিও তারা সমালোচনা প্রতিদিন দাফন দিচ্ছে পুড়া ইটের ভাঝে!

আফসোস করে পান্ডের আত্মা-মন, 
খাইতে না পেরে আগের মতো কোণ (আইসক্রীম)!

ভাতিজা জাহাঙ্গীর নিয়ম করে ক্লাবে আসে প্রতিদিন, 
আজকাল রনি মাস্টর ছাড়া প্রতিটি সন্ধ্যা বোরিং!

ফরহাদ ভাই আসে বিপদে পড়ে, 
তার বয়সী সব বন্ধুদের বউ আছে ঘরে! 
ঘটক আউলিয়া চাচার দোকানে যদিও প্রতিদিন সে দু-তিন বার উঁকি মারে!

নাদিম এখন অনিয়মিত,
যদিও মোবাইলে যোগাযোগ করে প্রতিনিয়ত। 



মানিক ভাইয়ের বাড়ির কাজে নাই মন,

শুনেছি সামনে করবে চেয়ারম্যানী নির্বাচন! 

গ্যাসের বোতল তুলেছে রনি সাহা, 
সজীব ভাবে এই বুদ্ধি আমার মাথায় আগে কেন এলো না!

সবুজ শেখের বদনাম সে বিম্পি সমর্থকের সন্তান, 
তথাকথিত আওয়ামীলীগ পরিবারের নেতাদের মতে-
তার বাপের জানাজায় যাওয়া কি দরকার? 
আমার প্রশ্ন সবুজের বাবা কি ছিলো রাজাকার?

আজকাল হাটকালার বাজারে কেউ শোনে না কারো কথা, 
সবাই হয়ে যাচ্ছে নেতা!

মারামারি ভালো না গুরুজন কয়, 
কিন্তু গুরুজন এটা জানে না এর চেয়ে উত্তম ঔষধ আর কিছু নয়!

যাই হোক, প্রতি রাতে ভাবি সকাল থেকে মেনে চলবো গুরুজনের কথা, 
সকালে উঠে খুঁজি গুরুজন কই, সবই দেখি হ্যাড অব চুতিয়া!

No comments

Theme images by hdoddema. Powered by Blogger.